এই ব্লগ সম্পর্কে



বিসমিল্লাহির রাহমানির রাহিম

 “বাংলায় উম্মোচিত হোক বিজ্ঞান প্রযুক্তির অগ্রযাত্রাএই স্লোগানকে সামনে রেখেওয়েবে পাঠশালানামের ব্লগ সাইটটি যাত্রা শুরু করেছে। বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি স্তরেই রয়েছে বিজ্ঞানের সফল পদচারণা। বিজ্ঞানের সফল অগ্রযাত্রার কারণে উদ্ভাবিত হচ্ছে নতুন নতুন প্রযুক্তির আর এই সমস্ত প্রযুক্তির ইতিবাচক প্রয়োগের ফলে আমাদের জীবনযাত্রায় যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। প্রযুক্তির অগ্রযাত্রার ধারাবাহিকতায় এক অবিস্মরনীয় উদ্ভাবন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যার অন্যতম একটি উপাদান হলো ইন্টারনেট।

ইন্টারনেটে বাংলা ও ইংরেজী ভাষায় প্রচুর ওয়েব সাইট বা ব্লগ সাইট রয়েছে যা থেকে একজন উপযুক্ত ব্যবহারকারী বিজ্ঞান ও প্রযুক্তির প্রায়োগিক বিষয়গুলো সম্পর্কে তাঁর জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করতে পারে। কিন্তু যে বিজ্ঞান থেকে প্রযুক্তির উৎপত্তি সেই বিজ্ঞানের মৌলিক তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে ইংরেজী ভাষায় প্রচুর ওয়েব সাইট বা ব্লগ সাইট থাকলেও বাংলা ভাষায় এ সম্পর্কিত কোন ওয়েব সাইট বা ব্লগ সাইট আমার চোখে পড়েনি। ওয়েবে পাঠশালানামক ব্লগ সাইটটি বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির মৌলিক তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়গুলোকে বিভিন্ন অ্যানিমেশন ও ভিডিওর মাধ্যমে সকলের সাথে শেয়ার করার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। এই বিষয়ে অভিজ্ঞজনেরা যদি এই সাইটটির কন্টেন্ট দেখে মন্তব্য করেন তবে আমার এই ক্ষুদ্র প্রয়াস আরও বেগবান হবে বল আমি মনেকরি।

এই ব্লগসাইটটির যাত্রা শুরু করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পিসি হেল্পলাইন বিডিটেকটউন্স এর মত ব্লগ সাইটের এডমিন ও পোস্ট/কন্টেন্ট লেখকদের। কেননা এই সমস্ত ব্লগ সাইটগুলো দেখেই আমি নিজের একটি ব্লগ সাইট তৈরীতে উৎসাহিত হয়েছি।

আবদুল্লাহ আল মামুন
এডমিন
ওয়েবে পাঠশালা

৬টি মন্তব্য:

  1. মোঃ সবুজ মাহমুদ৯ নভেম্বর, ২০১৩ এ ১২:১৬ PM

    আমি অনেকদিন ধরে এরকম একটা সাইট খুজছিলাম যেখানে আমাদের পাঠ্য বিষয়ের ব্যাসিক গুলো সম্পকে ধারনা পাব|এই সাইটটি পাওয়াতে আমাদের খুবই উপকার হবে|আমরা আশা করব আপনার এই প্রয়াস আপনি চালিয়ে যাবেন|

    উত্তরমুছুন
  2. খুব ভাল। কিন্তু এটা কি শুধু পদার্থবিজ্ঞানের জন্যই?

    উত্তরমুছুন
  3. খুব ভা্ল । কিন্তু এটা কি শুধু পদার্থবিজ্ঞানের জন্যই?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ব্লগটি দেখার জন্য প্রথমেই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একজন সাবজেক্ট প্রফেশনাল হিসেবে আমি পদার্থবিজ্ঞান এবং আইসিটি বিষয়ক কন্টেন্ট তৈরীর পেছনে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। তাই আপাতত সাইটটিতে শুধুমাত্র পদার্থবিজ্ঞান ও আইসিটি বিষয়ক কন্টেন্ট আপলোড করা হবে। আপনি যদি জীববিজ্ঞান বিষয়ক কন্টেন্ট আপলোড করতে চান তাহলে খুব সহজেই ফ্রিতে নিজের একটি ব্লগার ব্লগ সাইট খুলতে পারেন। এ ব্যাপারে আপনি ইন্টারনেটের সাহায্য নিতে পারেন অথবা ব্লগার ব্লগ সাইট পরিচালনা করে এরূপ কারও সাহোয্য নিতে পারেন। ধন্যবাদ।

      মুছুন
  4. আপনার এই উদ্যোগ খুব ভাল লাগলো। জীববিজ্ঞান বিষয় এ লেখা যাবে কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ব্লগটি দেখার জন্য প্রথমেই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একজন সাবজেক্ট প্রফেশনাল হিসেবে আমি পদার্থবিজ্ঞান এবং আইসিটি বিষয়ক কন্টেন্ট তৈরীর পেছনে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। তাই আপাতত সাইটটিতে শুধুমাত্র পদার্থবিজ্ঞান ও আইসিটি বিষয়ক কন্টেন্ট আপলোড করা হবে। আপনি যদি জীববিজ্ঞান বিষয়ক কন্টেন্ট আপলোড করতে চান তাহলে খুব সহজেই ফ্রিতে নিজের একটি ব্লগার ব্লগ সাইট খুলতে পারেন। এ ব্যাপারে আপনি ইন্টারনেটের সাহায্য নিতে পারেন অথবা ব্লগার ব্লগ সাইট পরিচালনা করে এরূপ কারও সাহোয্য নিতে পারেন। ধন্যবাদ।

      মুছুন