বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৩

কালিক পর্যাক্রম

একটি নির্দিষ্ট সময় পর পর কোন বিষয় বা ঘটনার পুনরাবৃত্তি ঘটাকে কালিক পর্যাক্রম বলে।

উপরের  অ্যানিমেশনটিতে দেখা যাচ্ছে যে,
লাল বর্ণের গোলকটি বৃত্তাকার পথে ঘূর্ণনশীল থাকা অবস্থায় প্রতি তিন সেকেন্ড পর পর এর গতিপথের একটি বিন্দুকে বার বার বাম দিক থেকে ডান দিকে অতিক্রম করছে। তাই লাল গোলকটির বৃত্তাকার পথে ঘূর্ণনের ঘটনাটি একটি কালিক পর্যাক্রমের উদাহরণ।

অনুরূপভাবে বলা যায়, সূর্য়ের চারদিকে গতিশীল পৃথিবী সহ অন্যান্য গ্রহের গতি, ঘড়ির কাঁটার গতি, সমবেগে গতিশীল কোন গাড়ির চাকার গতির মধ্যেও কালিক পর্যাক্রম বিদ্যমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন